baner ads2

গাছের #পাতা #কুকড়ে যায়??

 অনেকেই মরিচ,টমেটো, শিম, বরবটি পেপে বা অন্যান্য গাছের পাতা কোকড়ানো এর

জন্য কাংখিত ফলন পান না তাদের জন্য কার্যকরী কীটনাশক। ১০০% পরীক্ষিত।


মূলত থ্রিপিস, সাদা মাছি ও মাকড়ের আক্রমণ এবং বোরন, জিঙ্ক এর অভাবে এমন হয়।
থ্রিপিস, সাদা মাছি ও মাকড়ের আক্রমণ রোধে এসিটামিপ্রিড, ডাইনোটিফিউরান , ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক ইমিটাফ, টিডো, তুন্দ্রা, মোভেন্টো
এবামেক্টিন গ্রুপের কীটনাশক ভেকটিন, সানমেকটিন, ভার্টিমেক স্প্রে করলে পাতা কোকরানো সমস্যা থেকে মুক্তি পাওয়া যাই৷ কিটনাশক স্প্রে করার ২ দিন পর বোরন + চিলডেড জিঙ্ক স্প্রে করতে হই।
ব্যবহারবিধিঃ ১ লিটার পানিতে ইমিটাফ. ০.৫ মিলি সাথে ভেক্টিন ১ মিলি মিশিয়ে স্প্রে করে দিবেন সব গাছে বিকালে বা রাতে। দুইটা এক সাথে ব্যবহার করতে হবে এবং ২০ গ্রাম বোরন ১০ লিটার পানিতে মিশাতে হবে এবং সাথে ১৭ গ্রামের চিলডেড জিংকের ৪ ভাগের ১ ভাগ ১০ লিটার পানিতে মিশিয়ে কিটনাশক স্প্রে করার ২ দিন পর স্প্রে করতে হবে।
৩ বা ৭ দিন পর কয়েকবার স্প্রে করে দিবেন।
এর পর প্রতি ১৫ দিন পর পর নিয়মিত স্প্রে করে দিবেন। তাইলে আর কোকড়াবে না।

কোন মন্তব্য নেই

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.