MAMUN NURSERY BD

MAMUN NURSERY BD
YOUR TRUSTED NURSERY

ছাদে গাছ লাগানোর জন্য মাটি তৈরির পদ্ধতিঃ






ছাদে গাছ লাগানোর জন্য মাটি তৈরির পদ্ধতিঃ
আপনার মাটি যদি এটেল (শক্ত মাটি) হয়, তাতে বালি মাটি মিশাতে হবে। আর মাটি যদি বালি হয়, তাতে এটেল মাটি মেশাতে হবে। মোট কথা যেকোন প্রকার মাটিকে দোআঁশ মাটিতে রুপান্তর করতে হবে। মাটি ঝুরঝুরে হলেই তা দোআঁশ মাটি হয়েছে বুঝবেন।
মাটি এটেল বা বালি হোক, উভয়ক্ষেত্রে প্রচুর পরিমাণে জৈব সার মিশাতে হবে। স্বাভাবিক মাটির সাথে কমপক্ষে তিনভাগের একভাগ জৈবসার মিশাতে হবে। এতে করে মাটিতে অবস্থিত জীবাণু সক্রিয় থাকবে।
এটেল বা বালি মাটি হলে এই পরিমাণ আরো বাড়াতে হবে। মাটির অর্ধেক পরিমাণ হলে ভালো হয়। জৈব সার হিসেবে ভার্মিকম্পোস্ট সবচেয়ে ভালো। বাড়ীতে তৈরি আবর্জনা পচা সার বা পচা গোবর সারও দেয়া যায়।

কোন মন্তব্য নেই

konradlew থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.